Sunday 1 July 2018

উজেবুকের ডাইরি

প্রত্যেকটা Relation শুরুর আগে একটা বেস্ট পিরিয়ড থাকে । তখন থাকে Care,Affection,সত্যিকারের ভালোবাসা আর তাকে কাছে পাওয়ার অদম্য ইচ্ছে ।প্রেমে মত্ত প্রেমিক বা প্রেমিকা তখন বাস্তবতাকে দূরে ঠেলে রঙ্গিন স্বপ্ন বুনতে থাকে নিপুন হাতে ।
কেমন যেন স্বপ্নীল স্বপ্নীল হয় দিনগুলো ,কেননা তখন বেশিরভাগটাই কল্পনা, স্বপ্ন, আবেগ, আশার রংমিশেলে তৈরী হয় "ভালবাসা"। মাখো মাখো ভালোবাসা টাইপ ব্যাপার আর কি !
পরে বাস্তবতার চরম আঘাতে আছড়ে পরে ...ভালোবাসার মুখোশ খসে পরে,
আস্তে আস্তে সেই কল্পনাগুলো, স্বপ্নগুলো ম্রিয়মান হয়,হয়তো বা কোন শরীরের ভাজে হারায় অথবা বা ভুল বোঝাবুঝি,পরকীয়া,কদর্য বাস্তব,সময়ের অভাব বা Satisfactory Level এর আড়ালে চাপা পরে ।
..
বেশ ভালো! সেই Relation শুরু হওয়ার মুহূর্তগুলো, হয়তো এই মুহূর্তগুলো বজায় থাকলে হয়তো কোনো Break Up ই হতো না ।
কিন্তু নাহ! আমরা রক্ত মাংসের মানুষ আগে , তাই না ? শরীরের কাছে মনটা বারবার গোহারান হেরে বিদায় নেয় ।
হয়তো একদিন মনটাই জিতবে ! কিন্তু সেদিন আর শরীরটা থাকবেনা ।

No comments:

Post a Comment

Popular Posts