Friday 20 July 2018

আদরের সাপ

এক ভদ্রমহিলা একটা অজগর সাপ পুষতো। সাপটাও মহিলাকে অসম্ভব ভালোবাসতো। অজগরটা লম্বা ৪ মিটার এবং দেখতে ও বেশ স্বাস্হ্যবান ছিলো । একদিন হঠাৎ করে মহিলার আদরের সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো। কয়েকসপ্তাহ চলে গেলো কিন্তু সাপটি কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলায় দুশ্চিন্তায় পড়ে গেলো এবং উপায় বুদ্ধ না পেয়ে অবশেষে সাপটাকে ডাক্তারে কাছে নিয়ে গেলো
ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন
এবং মহিলাকে ডাক্তার প্রশ্ন করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়।
মহিলা উত্তর দিলেন হ্যাঁ। ডাক্তার আবার মহিলা কে প্রশ্ন করলেন ঘুমানোর সময় সাপটা আস্তে আস্তে আপনাকে চারপাশে জড়িয়ে ধরে? মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন হ্যাঁ। এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন। ডাক্তার বললেন ম্যাডাম সাপটি জড়িয়ে ধরে আপনাকে চারপাশ থেকে মুড়িয়ে ধরে কারণ আপনার মাপ নিচ্ছে এবং নিজেকে প্রস্তুত করছে কিভাবে আপনাকে আক্রমন করা যায়। সাপটি এ জন্য খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে আপনাকে হজম করতে পারে।
এই গল্পে একটা মোরাল আছে
বিঃদ্রঃ- আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়তো আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।

No comments:

Post a Comment

Popular Posts