প্রথমবার দেখা করতে গেলে প্রেমিকের জন্য গিফট কেন নিতে হবে?
তার চেয়ে নিজের হাতে কিছু একটা রান্না করে নিয়ে গিয়ে,সেটা নিজের হাতে খাইয়ে দিলে সমস্যা কোথায়?
প্রেমিকার জন্য দামি টেডিবিয়ার কেনার কি দরকার?
তার চেয়ে নানা রঙের কাঁচের চুড়ি কিনে,সেটা নিজের হাতে পড়িয়ে দিয়ে,সেই চুড়ির শব্দ শোনাটা বেশি মজার হবে!
প্রত্যেক রাতে চ্যাটিং বা মোবাইলে কথা বলতে হবে কেন?
তার চেয়ে এক রাতে হুট করে মোবাইলটা অফ করে দিন।
সারাদিন কথা না বলে বিকালে ফোন করে-
"তোমার সাথে জরুরী কথা আছে,এক্ষুনি দেখা করো!" বলে দেখা করতে গিয়ে,তার হাতে দশ-বারো পেজের একটা প্রেমপত্র ধরিয়ে দিলেই হয়!
কয়েকদিন মোবাইলে কথাবার্তা বলা বাদ দিয়ে,জাষ্ট চিঠিতে সমস্ত আবেগ ঢেলে সেটা একে অপরকে পাঠান না!
মন্দ হবে না সিরিয়াসলি!
দুজন মিলে একটা টি-শার্ট কিনুন!
তারপর কয়েকদিন পরে,সেটা প্রিয় মানুষকে দিয়ে দিন!
সেটা গায়ে দিয়ে একটু পর পর 'ঘ্রান' নিতে খারাপ লাগবে না হয়তো!
সবসময় মোবাইলে প্রেমালাপ করতে হবে কেন?
তার চেয়ে একজন আরেকজনের টিচার হয়ে যান!
পরামর্শ দিন পরামর্শ নিন..!!
Friday, 27 July 2018
ডেডিকেটেড
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment