Wednesday, 23 March 2022

সাইনবোর্ড

😀 কাল চুল কাটার একটা সেলুনের সাইনবোর্ডে অদ্ভুত এক লেখা দেখলাম - "আমরা মনের বোঝা হয়ত নয়, কিন্তু মাথার বোঝা অবশ্যই হালকা করি"।

😀 একটা লাইটের দোকানে একবার দেখে ছিলুম সাইনবোর্ডে লেখা রয়েছে - "আপনার বুদ্ধির বাতি জ্বলুক বা নাই জ্বলুক কিন্তু আমাদের বাল্ব অবশ্যই জ্বলবে"।

😀 রাস্তার ধারের একটা চায়ের দোকানের সাইনবোর্ডে একটি নজর কাড়ার মতন লেখা - "আমি অতি সাধারণ হতে পারি, কিন্তু আমার চা একেবারে স্পেশাল"।

😀 একটা ছোট রেস্টুরেন্ট তো সবাইকে ছাপিয়ে গিয়ে ছিল লেখায়। সাইনবোর্ডে বড় বড় করে লেখা দেখে ছিলুম - "আমরা গ্যারিন্টি দিতে পারি যে এখানে ঘরের মতন খাবার পাবেন না, তাই নির্দ্বিধায় ঢুকে পড়ুন"।

😀 ইলেকট্রনিকের দোকানে দার্শনিকের মতন স্লোগান লেখা ছিল সাইনবোর্ডে - "আপনার যদি কোন 'ফ্যান' না থাকে তো আমাদের কাছে থেকে নিয়ে যান"।

😀 এক ফুচকাওয়ালা তার ঠেলার সামনে লিখে রেখে ছিল - "আমাদের ফুচকা খাওয়ার জন্য হৃদয় বড় হওয়ার থেকে হাঁ বড় হওয়াটা বেশি জরুরি"।

😀 ঘড়ির দোকানই বা কম যায় কিসে। একটি দোকান লিখে ছিল - "সময়কে কাবুতে রাখুন, দেওয়ালে টাঙ্গিয়ে অথবা কবজিতে বেঁধে"।

😀 এক জ্যোতিষি ছিল এই বিষয়ে এক কাঠি বাড়া। তাঁর সাইনবোর্ডে লেখা ছিল - "মাত্র ১০০ টাকা দিয়ে জীবনের পরবর্তী এপিসোড গুলো দেখে নিন"।

😀 এক তেল কোম্পানিও পিছিয়ে ছিল না। তারা সাইনবোর্ডে লিখে দেয় - "অযথা অন্যকে তৈলমর্দন করে হয়রান হবেন না। নিজের টাকে তেল লাগান ফল নিশ্চিত পাবেন"।

😀 এক ফলওয়ালাও বা বাদ থাকে কেন? সেও একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল - "আপনি শুধু কর্ম করুন, ফল আমি দেবো"।

😀 সুস্থ থাকুন, ভাল থাকুন, হাসতে থাকুন, হাসাতে থাকুন।

No comments:

Post a Comment

Popular Posts