Wednesday, 23 March 2022

ফেল করার উপকারিতা

গ্রামের দুই ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে...

বুল্টি - "পিঙ্কি, তুই তো একেবারেই পড়াশোনা করিস না। নির্ঘাত ফেল করবি।" 

পিঙ্কি - "বাদ দে, পাশ করলে আরো ৫/৭বছর পড়াশোনা করতে হবে। তারপর কী পাওয়া যাবে.? একটা চাকরিজীবী স্বামী।"

বুল্টি - "হুম। সেটা ভালোই তো।" 

পিঙ্কি - "ভালো না ছাই.! কী ভালোটা শুনি.? ১০/১২ ঘন্টা ডিউটি, মাইনে ৫০/৬০ হাজার টাকা। কাজের চাপে সবসময় মন মেজাজ খারাপ, বাড়িতে অশান্তি। আজকে দিল্লি, কাল মুম্বাই, পরশু জয়পুর, তারপর গুরগাঁও, পুণা, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ... চরকির মতো ঘুরপাক খাও। 

সেখানে ঘর ভাড়া নিতে হবে, অর্ধেক মাইনে ঘড় ভাড়া দিতেই চলে যাবে।বাচ্চা স্কুল+বাস ভাড়া মাসে ১০ হাজার। নিজের ঘর নিতে হলে ৫/৬ তলা উঁচুতে ফ্ল্যাট নাও,আদিম যুগের মানুষের মতো গুহার মধ্যে বন্দি থাকো। এরপর,হাউজিং লোন শোধ করতে করতেই ২০ থেকে ২৫ বছর লেগে যাবে।

-- "পালা পার্বনে কোনো ছুটি নেই। কোনো বিবাহ অনুষ্ঠানে ছুটি নিতে হলে, অমুক বাবুকে ধরো, তমুক বাবুকে তেল লাগাও।" 

-- "সুস্থ থাকার জন্য অর্গানিক লেবেল দেওয়া শাকশব্জি চারগুণ দাম দিয়ে Shopping Mall থেকে কিনে খাও। যত্তসব।" 

-- "এবার, তুই নিজেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দেখে নে, নিজেই বুঝতে পারবি তফাৎ টা।" 

বুল্টি - "তুই কি বলতে চাইছিস, সেটা খুলে তো বল'তো।" 

পিঙ্কি - "শোন, ফেল করলে বাবা কোনো চাষির সঙ্গে বিয়ে দেবে। নিজের জমি জিরেত থাকবে। ইনকাম দু-পয়সা কম হলেও ইনকাম ট্যাক্স দেওয়ার কোনো সমস্যা থাকবে না।
অর্ধেক টাকায় ইলেকট্রিক, জল, যা কিছু চাষবাস হবে সব অর্গানিক। নিজের বাড়িতে গরু-মোষ থাকবে, দুধ মাখন ঘিয়ের কোনো অভাব থাকবে না। সবচেয়ে বড়ো কথা হলো, শ্বশুর, শ্বাশুড়ি, ছেলে-মেয়ে, স্বামী... সবাই ২৪ ঘন্টা সঙ্গে থাকবে। বাড়তি পাওনা হলো, ভোটের পর নতুন সরকার এসে পুরনো লোন মকুব করে দেবে। কোনো EMI দেওয়ার ঝামেলা থাকবে না।"

বুল্টি - "আমাদের এই সমস্ত লোন, অর্ধেক দামে বিদ্যুৎ, জল, এগুলোর ঘাটতি মেটাতে সরকারের কোষাগারে টাকা দেবে কে.?

পিঙ্কি - "কেনো তোর চাকরিজীবী স্বামী.!"

বুল্টি -- "তুই আমার চোখ খুলে দিলি। ভাবছি, আমিও ফেল করেই নেবো। অযথা পড়াশোনা করে সময় নষ্ট করবো না.!"
=======================================

#গল্প_হলেও_সত্যি

No comments:

Post a Comment

Popular Posts