Wednesday, 23 March 2022

টুকরো কথার গল্প

১-মুখোশ

টাকা কি গাছে ফলে নাকি রে, যে বছর বছর তোর বেতন বাড়াতে হবে। ওই টাকায় কাজ করলে কর ,নয়তো অন্য রাস্তা দেখ। রাগতো স্বরে বাড়ির কাজের মেয়েটিকে কথা গুলি বললেন শ্রমিক আন্দোলনের নেতা অমল বাবু।

২- নেশা

নেশা মুক্তি সমিতির মঞ্চে দাঁড়িয়ে যুব সমাজের উপর নেশা যে কী প্রবল ক্ষতিকর প্রভাব ফেলছে সেই নিয়ে প্রায় ঘন্টা খানিক ভাষন দিলেন বিজয় বাবু। প্রবল করতালিতে ফেটে পড়লো চারিদিক। হাসি হাসি মুখে মঞ্চ থেকে নেমে একটা সিগারেট ধরালেন তিনি।

৩- ভাবনা

রিক্সায় বসে ভাবতে থাকে অজয় মা কে বৃদ্ধাশ্রমে রাখতে ফালতু ফালতু বেশ কিছু টাকা খরচ হয়ে গেল। বিরক্তির রেখা ফুটে ওঠে তার মুখে। রিক্সাচালক পল্টু ভাবতে থাকে আরো ঘন্টা খানিক রিক্সা টানতে হবে, আজ মায়ের ওষুধটা কিনতেই হবে।তার মুখে দুশ্চিন্তার ছাপ।

৪- গন্ধ 

 প্রায় তিন মাস ধরে লাগাতার বায়না করে অবশেষে চটকল শ্রমিক বাবার থেকে স্মার্ট ফোন কেনার জন্য দশ হাজার টাকা পেয়েও ফোন কিনতে পারেনা রাহুল। টাকা গুলির গায়ে যে বড্ড ঘামের গন্ধ।

৫- ভাগ্যবান

১ম বৃদ্ধ: 'বুঝলে জীবন, ছেলে আমার বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করছে, দেশে আসার সময়ই পায় না। নাতিটাকে মাঝে সাঝে ভিডিও কলে দেখি।' 

২য় বৃদ্ধ : 'আপনি ভাগ্যবান অরুণ দা, আমার ছেলেটা তো ওই সামান্য একটা কারখানায় কাজ করে। আজ চলি গো, নাতনীটা আবার গল্প না বললে খেতে চায়না। আর আমার ওষুধ খেতে দেরি হয়ে গেলে বৌমা আবার রাগারাগি করবে। কাল দেখা হবে না, ছেলে হাফ ছুটি করে সবাইকে নিয়ে দক্ষিনেশ্বর যাবে বলেছে।'

৬- পার্থক্য 

প্রশ্ন ছিল সভ্য মানুষ এবং বন্যপ্রাণীদের মধ্যে পার্থক্য লেখ।
খাতা দেখতে বসে একটি লেখা পড়ে চমকে উঠলেন শিক্ষক। ছাত্রটি লিখেছে সভ্য মানুষ আর বন্যপ্রানীদের মধ্যে প্রধান পার্থক্য হলো বাঘের বাচ্চা সব সময় বাঘই হয়, কিন্তু মানুষের বাচ্চা যে সব সময় মানুষই হবে তার কোনো মানে নেই।

No comments:

Post a Comment

Popular Posts