Wednesday 23 March 2022

হ্যাপি হোলি

― হ্যাপি হোলি দ্দাদা ...
― হ্যাপ্পি হোলি ভাই ... কিন্তু ঠিক চিনতে পারছি না তো!
― ধুস, চিনে কী হবে দ্দাদা? এই রংকালি মাখা মুখ দেখলে এখন আমার বাপও চিনতে পারবে না! আপনাকেই কী আর চেনা যাচ্ছে, নিজের বদন দেখেছেন?
― হাঃ হাঃ, যা বলেছ। তা সিদ্ধি খেয়ে এলে নাকি? বেড়ে বানিয়েছিল, কী বলো?
– একদম, আমিও শ্লা লোভে পড়ে পাঁচ গ্লাস ... এখন বাড়ি ফিরতে পারলে হয় ...
– কোন পাড়া? একটু এগিয়ে দেব?
― ঐত্তো পূর্বপাড়া ... না না, এগিয়ে দেওয়ার কী আছে! ও আমি চ্চলে যাব ঠিক ...
― আমিও তো ওখানেই থাকি। রিকশায় যাব, চলো, এগিয়ে দিই। 
― তা আপনিও পূর্বপাড়া! নতুন নাকি?
― বছর পাঁচেক হয়ে গেল। তা তোমার কোন বাড়িটা?
― ঐ দুর্গামণ্ডপের পাশে যে মুদিদোকানটা আছে ... 
― হ্যাঁ, চিনি তো ...
― ওখান থেকে বাঁ হাতের গলিতে ঢুকে ...
― বাঁ হাতের গলিতে ... বেশ ...
― তিননম্বর বাড়ি ...
― ও, পরেশ পালের বাড়ি?
― হ্যাঁ, চেনেন নাকি? ... হেঁ হেঁ, পরেশ পাল আমার বাবা।
― ও ... চিনি তো, কাকা হেবি মাইডিয়ার লোক!
― ধুর, বাইরে ওরম মনে হয়, আসলে হেবি খচ্চর মাল। তা আপনার বাড়ি কোথায়?
― ঐ যে দুর্গামণ্ডপ ...
― হুঁ 
― তার পাশে মুদির দোকান...
― হুঁ
― তারপর বাঁ দিকের গলিতে ঢুকে তিননম্বর বাড়ি ...
― দ্দাদা আপনার নেশা হয়ে গেছে, ওটা তো আমাদের বাড়ি, মানে ঐ পরেশ পালের।
― হেঁ হেঁ, জানি তো। আর আমিই পরেশ পাল, তোর বাবা। হারামজাদা, বাড়ি চ' ...
🤣😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

No comments:

Post a Comment

Popular Posts