স্বামী-স্ত্রী গেছেন হাসপাতাল, স্ত্রী প্রসূতি, ডেলিভারি হবে । স্ত্রী রীতিমতো ব্যাথায় কাতরাচ্ছে ..
তা দেখে ডাক্তার বললেন, "আমি এমন একটা নতুন মেশিন আবিষ্কার করেছি যে স্ত্রীর প্রসব যন্ত্রনার অংশ বাচ্চার পিতার উপরে ট্রান্সফার করা যাবে, আপনারা কি ট্রাই করতে ইচ্ছুক?"
লোকটি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসত, স্ত্রীকে এভাবে কষ্ট পেতে দেখে রাজি হয়ে গেলেন, আপনার ভালোবাসাকে কষ্ট পেতে দেখলে আপনি ঠিক থাকতে পারবেন? সে আগেই শুনেছে প্রসবের সময় নাকি ২০৬টি হাড় ভাঙার কষ্ট হয়, সে অবশ্যই তার স্ত্রীর প্রসব যন্ত্রনা ভাগ করে নিতে চায় ।
..
ডেলিভারি শুরু হলো, ডাক্তার পেইন ট্রান্সফার ১০% করলেন ।
ডেলিভারি কাজ এগোতে থাকল, স্বামী বললেন তার কোন অসুবিধা হচ্ছেনা, পেইন ট্রান্সফার বাড়াক ।
তারপর ডাক্তার পেইন ট্রান্সফার ৫০% করলেন, স্বামী তাও দিব্যি হাসছেন, সে এখনই বেশ ভালো অনুভব করছেন, একেই বলে হয়তো সত্যিকারের ভালোবাসার শক্তি ।
যেহেতু পেইন ট্রান্সফার স্ত্রীকে খুবই সাহায্য করছিল ও সুস্থ্য অনুভব করাচ্ছিল, স্বামী ডাক্তারকে বললেন সমস্ত কষ্ট তাকে ট্রান্সফার করে দিতে, একদম ১০০% । একেই বলে হয়তো ভালোবাসার জন্য আত্মত্যাগ । প্রিয় মানুষটির সমস্ত কষ্ট নিজের করে নেওয়া.. ❤️
যেন কোন কষ্টই অনুভব হচ্ছে না তার । ভালোবাসার এ কি শক্তি, ২০৬টি হাড় ভাঙার কষ্টও যেন আজ তুচ্ছ, কোন এফেক্টই ফেলছে না..
স্ত্রীটি কোন কষ্ট ছাড়াই একটি সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলের জন্ম দিল ।
তারা বড়ই আনন্দিত হল । আনন্দে আত্মহারা হলেন, দুজনের চোখ ফেটে জল এলো, আজ তাদের ভালোবাসার জিৎ হলো, এ তাদের ভালোবাসার ফসল..
কিন্তু বাচ্চা নিয়ে পাড়ায় ঢুকে খবর পেলেন, তাদের প্রতিবেশী ঘরের বিছানায় মরে পড়ে আছেন ।
তা দেখে ডাক্তার বললেন, "আমি এমন একটা নতুন মেশিন আবিষ্কার করেছি যে স্ত্রীর প্রসব যন্ত্রনার অংশ বাচ্চার পিতার উপরে ট্রান্সফার করা যাবে, আপনারা কি ট্রাই করতে ইচ্ছুক?"
লোকটি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসত, স্ত্রীকে এভাবে কষ্ট পেতে দেখে রাজি হয়ে গেলেন, আপনার ভালোবাসাকে কষ্ট পেতে দেখলে আপনি ঠিক থাকতে পারবেন? সে আগেই শুনেছে প্রসবের সময় নাকি ২০৬টি হাড় ভাঙার কষ্ট হয়, সে অবশ্যই তার স্ত্রীর প্রসব যন্ত্রনা ভাগ করে নিতে চায় ।
..
ডেলিভারি শুরু হলো, ডাক্তার পেইন ট্রান্সফার ১০% করলেন ।
ডেলিভারি কাজ এগোতে থাকল, স্বামী বললেন তার কোন অসুবিধা হচ্ছেনা, পেইন ট্রান্সফার বাড়াক ।
তারপর ডাক্তার পেইন ট্রান্সফার ৫০% করলেন, স্বামী তাও দিব্যি হাসছেন, সে এখনই বেশ ভালো অনুভব করছেন, একেই বলে হয়তো সত্যিকারের ভালোবাসার শক্তি ।
যেহেতু পেইন ট্রান্সফার স্ত্রীকে খুবই সাহায্য করছিল ও সুস্থ্য অনুভব করাচ্ছিল, স্বামী ডাক্তারকে বললেন সমস্ত কষ্ট তাকে ট্রান্সফার করে দিতে, একদম ১০০% । একেই বলে হয়তো ভালোবাসার জন্য আত্মত্যাগ । প্রিয় মানুষটির সমস্ত কষ্ট নিজের করে নেওয়া.. ❤️
যেন কোন কষ্টই অনুভব হচ্ছে না তার । ভালোবাসার এ কি শক্তি, ২০৬টি হাড় ভাঙার কষ্টও যেন আজ তুচ্ছ, কোন এফেক্টই ফেলছে না..
স্ত্রীটি কোন কষ্ট ছাড়াই একটি সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলের জন্ম দিল ।
তারা বড়ই আনন্দিত হল । আনন্দে আত্মহারা হলেন, দুজনের চোখ ফেটে জল এলো, আজ তাদের ভালোবাসার জিৎ হলো, এ তাদের ভালোবাসার ফসল..
কিন্তু বাচ্চা নিয়ে পাড়ায় ঢুকে খবর পেলেন, তাদের প্রতিবেশী ঘরের বিছানায় মরে পড়ে আছেন ।
No comments:
Post a Comment