বৃষ্টির দিন এসে গিয়েছে। যেখানে সেখানে জল জমবে। রাস্তায় বেরোলে ব্যাগে ফোন রেখে দেওয়াটা সব সময় সম্ভব হয় না। প্রয়োজনে ফোন হাতে নিয়ে কথা বলতেই হয়। এমনই কোনো বৃষ্টির কোন দিনে যদি ফোন জলে পড়ে যায় তা হলে এই কয়েকটি কাজ ভুল করেও করবেন না।
সিম কার্ডটি খোলার চেষ্টা ভুল করেও করবেন না।
ফোনটিকে শোকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। কারণ ড্রায়ারের গরম বাতাস ফোনের ভেতরের সূক্ষ্ম তারগুলিকে গলিয়ে দিতে পারে।
বিদ্যুৎ সংযোগ করে চার্জে বসাবেন না।
৩.৫ এমএম জ্যাকের হেডফোন ফোনের মধ্যে গুঁজবেন না। তাতে তড়িতাহত হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে।
ফোনটি কোনো রকম ব্যবহারের চেষ্টা করবেন না। বরং সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দেবেন।
জলে পড়ে যাওয়া ফোনটি থেকে জল বের করে ফেলার চেষ্টায় অকারণে ঝাকাবেন না। এতে করে ফোনের ভেতরে জল ছড়িয়ে পড়ে সার্কিট নষ্ট করে দিতে পারে।
এমনকি ফোন থেকে ব্যাটারিটি বের করে নেওয়ার চেষ্টাও করবেন না।
কোনো বোতাম, যেমন পাওয়ার অফ অন বা শব্দ কমানো বাড়ানোর বোতাল অকারণে চাপাচাপি করবেন না। জল বেশি ভেতরে ঢুকে যাবে।
ফোনে ফুঁ দিয়েও জল বের করার চেষ্টা করা ভুল। এতে আরও বেশি পরিমাণ জলীয় বাস্প তৈরি হবে ফোনের ভেতরে।
যদি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ফোনটি ঠিক করতে চান তা হলে সেখানে জলে পড়ে যাওয়ার ঘটনাটি আগে বলতে হবে। মিথ্যে কথা বলার দরকার নেই। তা না হলে ফোনটি নষ্ট হওয়ার কারণ কী এটি খুঁজে বের করতে গিয়ে আরও বেশি ক্ষতি হয়ে যাবে।
No comments:
Post a Comment