Wednesday 3 July 2019

টিকিটের দাম



"টিকিট কোথায়?" - বার্থের নিচে লুকিয়ে থাকা ১৩ -১৪ বছরের মেয়েটাকে টিটি জিঙ্গাসা করলেন।
"টিকিট নেই সাহেব", হাত জোড় করে মেয়েটা বললো।
"তাহলে গাড়ি থেকে নেমে যাও", টিটি বললেন।
ওর টিকিটের দাম আমি দিচ্ছি..... পেছন থেকে ঊষা ভট্টাচার্য্যর আওয়াজ শোনা গেল। পেশায় উনি একজন প্রোফেসর।
"তুমি কোথায় যাবে?"
"জানিনা মেম সাহেব"
"তাহলে আমার সাথে চলো ব্যাঙ্গালোর পর্যন্ত, তোমার নাম কি?"
"চিত্রা.."
ব্যাঙ্গালোর পৌঁছে ঊষা জী চিত্রা কে কোনো এক জানাশোনা স্বয়ংসেবী সংস্থার হাতে ওর দেখাশোনার ভার দিয়ে ছিলেন। আর একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়ে ছিলেন।
কয়েক বছরের মধ্যে ঊষা জীর দিল্লি তে ট্রান্সফার হয়ে যাওয়ায় কখনো কখনো ফোনে কথাবার্তা হতো।
প্রায় কুড়ি বছর পরে ঊষাজীর ডাক পড়ে সানফ্রান্সিসকো থেকে কোন এক লেকচার দেবার জন্যে। লেকচার শেষ করে যখন হোটেলের বিল জমা করাতে যান, জানতে পারলেন পেছনে দাঁড়িয়ে থাকা এক সুন্দর দম্পতি বিলের পয়সা জমা করিয়ে দিয়েছে।
"আপনি আমার বিল কেন মেটালেন?"
"ম্যাডাম এটা বোম্বাই থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত রেল টিকিটের দামের সামনে কিছুই নয়..."
"আরে চিত্রা তুমি...?"
এই চিত্রাই হচ্ছেন ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধা মূর্তি,সংস্থাপক নারায়ণ মূর্তি র সহধর্মিণী।

No comments:

Post a Comment

Popular Posts