Wednesday 17 August 2022

রাজকীয় মেজাজ




শুনুন, আপনি আমি মিসেসকে ভয় পেতেই পারি।। সেটা নিতান্তই আমাদের ব্যাক্তিগত বিষয়।। কিন্তু,, বেশ কিছু সাহসী পুরুষ রয়েছেন,, যাদের কোনো তুলনা হয় না।। 

এরা নিজ নিজ গৃহে রাজার মতো বিচরণ করে থাকেন।। নিজের যেটা ইচ্ছা,, সেটাই করতে পারেন।। এদের কোনো বাধ্যবাধকতা নেই।। এরা ফুল- ফ্রীডম নিয়ে ঘরসংসার করেন।। 

যেমন আমার প্রিয় কার্তিকদা। 
ভীষণ মুডি মানুষ।। রাজকীয় মেজাজ।।

সকালে ঘুম থেকে উঠেই,, উনি ঠান্ডা জলে অথবা গরম জলে থালা-বাসন ধোবেন,, সেটা ওনার নিজস্ব ব্যাপার।। বৌদির কোনো খবরদারি চলে না।।

এরপর উনি ঘরের মেঝে কি দিয়ে ধোয়া-মোছা করবেন,, সেটাও ওনার ব্যক্তিগত বিষয়।। কখনো ফিনাইল - কখনো লাইজল।। বৌদির হিম্মত নেই,, এখানে টুঁ শব্দটি করার।।

সকালে বৌদিকে এক কাপ চা বানিয়ে দেন।‌। কিন্তু,, ডিসাইড দাদা নিজেই করেন।। বৌদির মর্জি চলে না।। কখনো বেডরুমে,, কখনো ডাইনিং,, অথবা ব্যালকনি,, যখন যেখানে চা দেবেন,, বৌদিকে সেখানেই গিয়েই চা খেতে হবে।। কোনো অজুহাত চলবে না।।

সার্ফ-এক্সেল,টাইড,অথবা সানলাইট, উনি কোন ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোবেন,, সেটা ওনার ব্যক্তিগত বিষয়।। বৌদির কোনো মতামত,, উনি মোটেও প্রাধান্য দেন না।।

ঝাড়ু,, ঝাঁটা দিয়ে দেবেন,, নাকি সফ্ট প্লাষ্টিক "ব্রুম" দিয়ে,, সেটা কার্তিকদা নিজেই ঠিক করে নেন।। দাদার আমার বাদশাহী মেজাজ।। 

রান্নার ক্ষেত্রেও দাদার সম্পূর্ণ স্বাধীনতা,, কখন চিকেন-মটন-ফিস,, আবার কখন শাকশব্জি রান্না করবেন,, সেটা উনিই ঠিক করে নেন।‌। 
বৌদির কোনো কথা চলে না।।

আজ রবিবার।। আজকের দিনে উনি নিজের মর্জি-মাফিক টয়লেট পরিষ্কার করেন।। সেটা সকাল,, দুপুর কিংবা সন্ধ্যায়,, উনি নিজেই ডিসাইড করে থাকেন।। 

একচুয়ালি নিচের বাড়িতে মাথা উঁচু রেখে,, রাজার মতো বিচরণ করার সম্পূর্ণ স্বাধীনতা,, আমার কার্তিকদার আছে।। 

দাদা আমাদের আইডল।। 

কার্তিকদার এই বাদশাহী মেজাজ দেখে অনেকের মনে হিংসা হতে পারে।। কিন্তু,, সেজন্য আমি থেমে থাকতে পারি না।। আসল কথা হলো রাজকীয় মেজাজ।। যেটা দাদার মধ্যে,, পদে পদে পরিলক্ষিত হয়ে থাকে।। 

অনেক বন্ধু দাদার এহেন মানসিকতা দেখে,, ইর্ষান্বিত হয়ে,, তাদের অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে।।

কিন্তু,, বিশ্বাস করুন,, আমি কাউকে আগুনে পোড়াতে নয়,, বরং,, এই পোষ্টের মাধ্যমে,, বন্ধুদের পুড়ে যাওয়া অন্তরে ,, বার্নলের প্রলেপ দেওয়ার চেষ্টা করে গেলাম।।

টেক-ইট-ইজি।।

😀😀😀

No comments:

Post a Comment

Popular Posts