Wednesday 17 August 2022

স্বর্গ ও নরক




এক বড় মাপের নেতার মৃত্যু হলে যমদূত তাকে 
নিয়ে যমরাজের কাছে হাজির হল।

তার সারা জীবনের ক্রিয়াকলাপ দেখে যমরাজ বলল, 
“তুমি মানব জীবনে কিছু পূন্যের কাজও করেছ। 
তাই তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে।

তুমি নিজেই ঠিক করে নাও স্বর্গে থাকবে না নরকে। 
আর এই জন্য আমার দূত তোমাকে একদিনের জন্য 
নরক এবং একদিনের জন্য স্বর্গে থাকার ব্যবস্থা করবে।

তারপর তুমি যেখানে থাকতে চাইবে সেখানেই তোমার 
ব্যবস্থা হবে”।

প্রথম দিন দূত তাকে নরকে রেখে এল। নেতা সেখানে 
দেখল সবুজ মাঠ, সুন্দর নদী, প্রচুর ফলের গাছ। 
তারপর দেখল এক মাঠে অনেক লোক।

কিছু ফুটবল খেলছে, কিছু ক্রিকেট খেলছে, 
কিছু মাঠে বসে গল্প করছে। সে এগিয়ে যেতেই 
দেখতে পেল তাদের অনেকই তার বিশেষ পরিচিত।

তারা সবাই এক এক করে এগিয়ে এসে আলিঙ্গন করল। 
তারপর সন্ধ্যা হতেই চিকেন, মটন আর তরল পদার্থ 
খেয়ে ঘুমিয়ে পরল।

পরদিন যমদূত তাকে স্বর্গে রেখে এল। 
সেখানে গিয়ে সে দেখল সুন্দর আকাশ, নদী, 
প্রচুর ফলের গাছ। চারিদিকে শুধুই শান্তি 
কোনও কোলাহল নেই।

আর এক মধুর সঙ্গীত সবসময় বাজছে। 
তারপর দেখতে পেল প্রচুর মানুষ চোখ বন্ধ 
করে ধ্যান করছে।

কেউ কারও সঙ্গে কথা বলছে না। সারাদিন 
নেতা চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল।

পরদিন দূত তাকে আবার যমরাজের কাছে 
নিয়ে গেল।

যমরাজ, “তুমি দুই লোকই ঘুরে দেখেছ। 
এখন তুমি নিজেই বল কোথায় থাকবে?”

নেতা, “নরকে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে। 
তাদের সঙ্গেই থাকতে চাই”।

এবার দূত নেতাকে নিয়ে নরকে গেল। 
আগের দিনের দেখা কোনও কিছুই নেই। 
শুধু মরুভূমী, ধূ ধূ প্রান্তর।

তাই নেতা দূতকে বলল, “সেদিনের দেখা জায়গা 
থেকে তো এটা একদমই বিপরীত!”

দূত, “প্রথম দুই দিন ছিল নির্বাচনের প্রচার। 
আর আজ তুমি ভোট দিয়েছ !!”………কেমন?.....

No comments:

Post a Comment

Popular Posts