Wednesday, 17 August 2022

রাবণ জ্ঞান




যুদ্ধ শেষ। রাবণ পরাজিত এবং মৃত্যুশয্যায় শায়িত। 
সেই সময় শ্রীরাম লক্ষ্মণকে বললেন-- *দেখ, রাবণ আমার শত্রু হতে পারে, কিন্তু সে একজন মহাজ্ঞানী, রাজনীতিজ্ঞ এবং বলশালী ব্যাক্তি। আমি বলছি তুমি তার কাছে যাও এবং জীবন সম্বন্ধে কিছু জ্ঞান লাভ কর।*

লক্ষ্মণ ভ্রাতৃ আজ্ঞা পালন করে তৎক্ষণাৎ রাবণের মাথার কাছে এসে দাঁড়ালেন। কিন্তু রাবণ চক্ষু বুজেই রইলেন। কোন কথাই বললেন না।
 
লক্ষ্মণ ফিরে এসে শ্রীরামকে সে কথা বললেন। শ্রীরাম শান্ত স্বরে লক্ষ্মণকে বোঝালেন যে-- *তুমি ভুল জায়গায় দাঁড়িয়েছিলে। তোমার উচিত ছিল তার পায়ের কাছে দাঁড়ান। কারণ জ্ঞান তুমি অর্জন করবে, রাবণ নয় !*
 

লক্ষ্মণ পায়ের কাছে হাত জোড় করে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হঠাৎ রাবণ ধীরে ধীরে চোখ খুললেন। বললেন-- *তুমি কেন এসেছ আমি জানি। আমি তোমায় ভালবাসি বলে তিনটি কথা বলছি। সর্বদা মনে রাখবে।*

*১. হোয়াটস্অ্যাপ যথাসম্ভব পরিহার করবে।*

 *২. সর্বক্ষণ ফেসবুক নিয়ে পড়ে থাকবেনা। 
লাইফ হেল হয়ে যাবে।*

*৩. এই সময়ে প্রেমে পড়লেও মাস্ক ব্যবহার করবে। 
আর জিও সিম-এর চক্করে কখনও পড়বে না। লাইফ হেল হয়ে যাবে !!****

No comments:

Post a Comment

Popular Posts