গণেশ অম্লানবদনে প্রশ্ন করিল, "মা! ও মা! একটা কথা বলি? তুমি বাবাকে ছেড়ে মর্তে এলেই এরা "আর কত রাত একা থাকব" বাজায় কেন মা?"
দেবী ধমকাইয়া বলিলেন, "যত সব পাকা-পাকা প্রশ্ন! যাও দাদার সঙ্গে খেলা করো গে যাও। মঞ্চ থেকে যেন নামতে না দেখি। আর উদ্যোক্তাদেরও বলিহারি যাই বাপু! ফি বছর ওই গান। ছেলেমেয়েরা বড় হচ্ছে, সেটা বুঝবে না ! হ্যাঁ বাছা সারু ! তোমায় গানবাদ্যির দেবী বানিয়ে এই লাভ হল ?"
সরস্বতী দীর্ঘশ্বাস মোচন করিয়া কহিলেন, "মা গো! আগামী বছর দশেকের মধ্যে তোমার মণ্ডপে যে-সব গান বাজবে, তার তুলনায় "কত রাত" তো চণ্ডীপাঠ! এদের না আছে রুচি, না আছে..."
বলিতে-না-বলিতেই মাইকে তারস্বরে খনখনে কণ্ঠে বাজিয়া উঠিল : "তোকে রডে বসিয়ে বেল বাজাআআব...।"
গণেশ অর্ধপথে খেলা ফেলিয়া ছুটিয়া আসিয়া বলিল, "কে বেল বাজাচ্ছে মা? বেলগাছে তো বোধন হয়েই গেছে...।"
ভবসাগরতারণতরণী ভগবতী নিজেই হাল ছাড়িয়া দিয়া বলিলেন, "ও রে মরণজ্বালা! এত দেবতা এত কিছু দিল, কেউ কানে গোঁজার তুলো দিল না গা!"
No comments:
Post a Comment