Monday, 15 November 2021

দাম্পত্য কলহের উপকারিতা

১। এতে গলার রেওয়াজ হয় । কণ্ঠের range বৃদ্ধি পায় । 
উদাহরণ: এক ভদ্রমহিলার গানের গলাটি ভালো ছিল ; কিন্তু বেশী উঁচুতে উঠতো না। বিবাহের চতুর্থ বছরেই দাম্পত্য কলহ অনুশীলনের কারণে বর্তমানে তার গলা তার সপ্তকের ধৈবত নিষাদ অবধি পৌঁছে যায়।

২। নানারকম ভাষা শেখা যায়।বাক্যগঠন ক্ষমতা বৃদ্ধি পায় এবং stock of word  বাড়ে।
মন্তব্য: একবার এক অ্যাংলোইন্ডিয়ান দম্পতিকে দাম্পত্য কলহ করতে দেখেছিলাম। তাঁরা ইংরাজিতে ঝগড়া করছিলেন, কিন্তু মধ্যে মধ্যে হিন্দি গালাগালি দিচ্ছিলেন। পরে প্রশ্ন করে জানতে পারি যে ইংরাজিতে তেমন জবরদস্ত গালাগালির অভাবই তাঁদের বাধ্য করেছিল হিন্দি গালাগালি ব্যবহার করতে। এই ভাবে তাঁরা হিন্দিও শিখে যান।

৩। উচ্চৈঃস্বরে দাম্পত্য কলহ হ’লে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়, ফুসফুসের জোর বাড়ে, ফ্যারিংসের ওপর চাপ পড়ে বলে ফ্যারিংজাইটিস সেরে যায়। মস্তিস্কেও রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে অ্যালঝাইমার রোগের সম্ভাবনা কমে।
মন্তব্য: লো-প্রেসারের রুগী, হাঁপানি রুগী, টনসিলাইটিস, ফ্যারিংজাইটিসের রুগীদের নিয়মিত দাম্পত্য কলহ করা উচিত।

৪। দাম্পত্য কলহে কখনও কখনও চোখের জলও পড়ে। এতে চোখের দৃষ্টি স্বচ্ছ হয়। চোখের ভিতর ময়লা থাকলে automatically ধুয়ে সাফ হয়ে যায়।
 উদাহরণ: একবার এক ভদ্রমহিলার চোখে ছানি পড়েছিল। দাম্পত্য কলহ কালীন প্রবল অশ্রু ধারায় সেই ছানি টুপ করে খসে পড়ে – তাঁকে আর অপারেশন করাতে হয়নি।

৫। দাম্পত্য কলহের কোন কারন লাগে না ; অকারনে বা বিনাকারনে করা যায়।
মন্তব্য: দার্শনিকদের কর্ম-কারন সুত্রের সত্যতা ব্যর্থ প্রমানিত হয়।

৬। দাম্পত্য কলহ শেষ হওয়ার পর যখন ভাব হয়, তখন প্রেম আরও ঘনীভূত হয় এবং পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে।
মন্তব্য: এ ব্যাপারে কোন মন্তব্য করলে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হতে পারি, তাই বিরত থাকলাম।

দাম্পত্য কলহের উপকারিতা সম্বন্ধে আলোচনা করা হল।

যারা ঝগড়ায় এঁটে উঠতে পারেন না  তাঁদের জন্যে “দাম্পত্য কলহ অনুশীলন কেন্দ্র” এখন আসে পাশে প্রায় সব জায়গায় পেয়ে যাবেন তবে সব চেয়ে ভালো ফ্রি অফ কস্ট নিয়মিত দৈনিক সিরিয়াল গুলো তে  মন দিন ...

😁😁😁

No comments:

Post a Comment

Popular Posts