Monday 15 November 2021

ওকালতি!!

ল-কলেজের একদল ছাত্র একজন দুঁদে উকিল সাহেবকে জিজ্ঞেস করল, " স্যার, ওকালতি শব্দের অর্থ কী?"

উকিল সাহেব বললেন," এজন্য একটা উদাহরণ দিই: ধর, দুজন লোক আমার কাছে এলো। একজন খুব সাফসুতরা অন্যজন বেজায় নোংরা। আমি ওদের দুজনকে পরামর্শ দিলাম চান করে পরিস্কার পরিচ্ছন্ন হতে। এখন তোমরা বল, দুজনের মধ্যে কে চান করবে?"

এক ছাত্র বলল," যে নোংরা সেই চান করবে।"
উকিল: উঁহু, কেবল পরিষ্কার লোকটিই এমন করবে... কেননা তার চান করার অভ্যাস আছে। নোংরা লোকটা তো পরিস্কার থাকার গুরুত্বই বোঝে না! বল এবার, কে চান করবে? "

আরেকজন ছাত্র বলল, "পরিষ্কার লোকটি।"
উকিল: না, নোংরা লোকটা চান করবে। কেন না তার পরিস্কার হওয়াটা দরকার, সেটা তার প্রয়োজন, তাই গুরুত্ব বুঝুক বা না বুঝুক চান তাকে করতে হবে। এখন বল দেখি কে চান করবে?

দুজন ছাত্র একসাথে বলে উঠল," যে নোংরা সে!"
উকিল: না, না দু'জনেই চান করবে। সাফ লোকটার অভ্যাস চান করা আর নোংরা লোকটার প্রয়োজন চান করা। এখন বল কে চান করবে?"

তিন ছাত্র মিলে বলল, "হ্যাঁ, দুইজনেই করবে তাহলে।"
উকিল: আবার ভুল, চান কেউই করবে না। কেন না, নোংরা লোকটার তো চান করার অভ্যাস নেই, তাকে প্রয়োজনের কথা বলা হলেও সে অগ্রাহ্য করবে আর পরিষ্কার ব্যক্তির চান করার দরকার নেই তাই সেও চান করতে বলা হলে অগ্রাহ্য করবে। এখন বল, কে চান করবে?"

এক ছাত্র সবিনয়ে বলল, "স্যার, আপনি এক এক বার এক এক রকম জবাব দিচ্ছেন আর আমাদের কাছে সব জবাবই ঠিক মনে হচ্ছে। সঠিক উত্তর আমরা কি করে বুঝব?"
উকিল: বাস্ এটাই তো ওকালতি... বাস্তব কি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হল তুমি নিজের বক্তব্য সঠিক প্রমাণ করার জন্য কতগুলো সম্ভাব্য যুক্তি উপস্থাপন করতে পার সেটাই দরকারী।"  

কি বুঝলে?
বোঝ নি? 
এটাই ওকালতি!!
😝😂😂

No comments:

Post a Comment

Popular Posts