Monday 12 December 2022

2023 West Bengal Government Calendar - Holiday List


Holiday List for West Bengal Government Employees, 2023

Governor is pleased to declare that the days as specified at List-III may be observed as Sectional Holidays in the year 2023 for the employees of different communities mentioned against the day.

Government of West Bengal
Finance (Audit) Department
“NABANNA”
325, Sarat Chatterjee Road
Howrah-711102

No. 4331-F(P2) Howrah, the 21st October, 2022.

NOTIFICATION

In exercise of the power conferred by the explanation to Section 25 of the Negotiable Instrument Act, 1881 (XXVI of 1881), read with Government of India, Ministry of Home Affairs, Notification No. 20/25/56-pub(l) dated the 8th June, 1957 the Governor is pleased to declare the days as specified at List-1 below to be Public Holidays during the year 2023.

2. The Governor is also pleased to notify that the offices under the Government of West Bengal with the exception of the offices of the Registrar of Assurances, Kolkata and Collector of the Stamp Revenue, Kolkata shall be closed on the days as specified at List-II below which are not declared to be public holidays, during the year 2023.

3. Further, the Governor is pleased to declare that the days as specified at List-III may be observed as Sectional Holidays in the year 2023 for the employees of different communities mentioned against the day.

List-I (Public Holidays in 2023 under the N. I. Act)

Birth Day of Swami Vivekananda12th January, Thursday
Netaji’s Birth Day23rd January, Monday
Republic Day26th January, Thursday
Saraswati Puja [Sree Panchami]26th January, Thursday
Doljatra7th March, Tuesday
Mahavir Jayanti4th April, Tuesday
Good Friday7th April, Friday
Birth Day of Dr. B. R. Ambedkar14th April, Friday
**Bengali New Year’s Day (Nababarsha)15th April, Saturday
**Eid-UI-Fitr22nd April, Saturday
May Day1st May, Monday
Buddha Purnima5th May, Friday
Birth Day of Rabindranath Tagore9th May, Tuesday
Id-Ud-Zoha (Bakrid)29th June, Thursday
**Muharram29th July, Saturday
Independence Day15th August, Tuesday
Birth Day of Gandhiji2nd October, Monday
**Mahalaya14th October, Saturday
**Durga Puja, Maha Saptami21st October, Saturday
Durga Puja, Maha Nabami23rd October, Monday
Durga Puja, Dasami24th October, Tuesday
**Lakshmi Puja28th October, Saturday
Bhratridwitiya15th November, Wednesday
Birth Day of Guru Nanak27th November, Monday
Christmas Day25th December, Monday
Yearly Closing of Bank Account  1st April (Saturday) (for Banks only) (Note: The Government Offices only where Saturdays are not observed as full holiday including Treasuries, Sub-Treasuries shall remain open).

List-II (Holidays under the order of State Government in 2023)

Day before Saraswati Puja25th January, Wednesday
Birth Day of Thakur Panchanan Barma14th February, Tuesday
**Shivaratri18th February, Saturday
Holi (Day after Doljatra)8th March, Wednesday
Day before Eid-UI-Fitr21st April, Friday
Rathayatra20th June, Tuesday
Birth Day of Poet Bhanu Bhakt (for Darjeeling & Kalimpong District only).13th July, Thursday
Rakhi Bandhan30th August, Wednesday
Janmastami6th September, Wednesday
Fateha-Dwaz-Daham28th September, Thursday
Durga Puja, Maha Chaturthi18th October, Wednesday
Durga Puja, Maha Panchami19th October, Thursday
Durga Puja, Maha Shashthi20th October, Friday
Additional Day for Durga Puja25th October, Wednesday
Additional Day for Durga Puja26th October, Thursday
Additional Day for Durga Puja27th October, Friday
Additional Day for Kali Puja13th November, Monday
Additional Day for Kali Puja14th November, Tuesday
Birth Day of Birsa Munda15th November, Wednesday
Day after Bhratridwitiya16th November, Thursday
Additional Day for Chhat Puja20th November, Monday

(##) Birth Day of Pandit Raghunath Murmu falls on 5th May, Friday, which is a holiday under N. I. Act and therefore has not been shown separately in List-II.

List-III (Sectional Holidays in 2023)

Easter Saturday8th April (Saturday) [for Christians only]
Hul Diwas30th June (Friday) [for Adivasi (Santhal) only.]
Karam PujaTo be notified later on.

($$) Shab-e-Barat, Sectional Holiday for Muslim Community falls on 8th March, 2023 (Wednesday), which is a Holiday under State Government & therefore has not been shown separately in List-Ill.

Note:

1. Sundays are holidays under the Negotiable Instrument Act.

2. In the year 2023, the following festivals/occasions fall on Sundays which are Public Holidays under N. I. Act and hence have not been included in lists:

i) New Year’s Day : 1st January, Sunday

ii) Birth Day of Guru Rabidas (for the followers of Guru Rabidas) : 5th February, Sunday

iii) Birth Day of Shri Shri Harichand Thakur (Madhu Krishna Troyodashi Tithi) : 19th March, Sunday

iv) Durga Puja Maha Ashtami : 22nd October, Sunday

v) Kali Puja : 12th November, Sunday

vi) Chhat Puja : 19th November, Sunday

3. The holiday with double asterisk marks i.e. (**) is applicable to those Government Offices only where Saturdays are not observed as full holiday.

4. General instructions as laid down hereunder are to be followed in case of Muslim festivals.

GENERAL INSTRUCTIONS TO BE FOLLOWED IN ALL TYPES OF HOLIDAYS INCLUDING HOLIDAYS FOR THE MUSLIM FESTIVALS

1) No substitute holiday shall be allowed if any of the festival – holidays initially notified subsequently happens to fall on a weekly off or any other non-working day or in the event of more than one festival falling on the same day.

2) If there is any change in the date of Eid-UI-Fitr, Id-Ud-Zoha, Muharram, Fateha-Dwaz-Daham, Shab-e-Barat depending upon the sighting of the moon, holiday will be declared by a separate order for the date on which the festival would be actually observed in lieu of the date originally notified as holiday for this festival.

3) It may happen that the change of date of above mentioned occasions has to be notified at a very short notice. In such a situation, announcement would be made through T.V. / A.I.R. / News Papers and Heads of Department / Offices of the State Government may take action according to such announcements without waiting for formal order about the change of date.

By order of the Governor,

Sd/- Dr. Manoj Pant
Additional Chief Secretary to the
Government of West Bengal




 

Saturday 27 August 2022

বউ হারিয়ে গেছে

এক বাইকার স্বামী থানায় গেছে অভিযোগ জানাতে।

স্বামীঃ আমার বউ হারিয়ে গেছে, সে গতকাল শপিংয়ে বেরিয়ে এখনো ফেরেনি।

অফিসারঃ বয়স?
স্বামীঃ নিশ্চিত নই, তবে ৩০ এর মতো হতে পারে। আসলে আমরা জন্মদিন পালন করি না।

অফিসারঃ উচ্চতা?
স্বামীঃ নিশ্চিত নই, তবে ৫ ফুট কয়েক ইঞ্চি হতে পারে।

অফিসারঃ ওজন?
স্বামীঃ জানি না। চিকন না, আবার মোটাও না।
অফিসারঃ চোখের রঙ?
স্বামীঃ ঠিক মনে করতে পারছি না, মনে হয় কালো।

অফিসারঃ চুলের রঙ?
স্বামীঃ বছরে বেশ ক বার বদলায়, গাঢ় কোন রঙ মনে হয়, ঠিক মনে পড়ছে না।

অফিসারঃ আচ্ছা, কী পোশাকে ছিল মনে আছে?
স্বামীঃ সালোয়ার-কামিজেই তো ছিলো মনে হয়, অবশ্য শাড়িও পড়ে৷ ঠিক জানি না আসলে।

অফিসারঃ সেদিন কী গাড়ি নিয়ে বেরিয়েছিল জানেন?
স্বামীঃ আমার বাইক নিয়ে বের হয়েছিল।

অফিসারঃ কী রকম বাইক?
স্বামীঃ ইয়ামাহা আর-ওয়ান-ফাইভ, ভার্সন থ্রি, ইন্দোনেশিয়ান অরিজিন, রেসিং ইয়েলো কালার, ফোর-স্ট্রোক, ফোর-ভালভ, সিঙ্গেল সিলিন্ডার ১৫৫ সিসি লিকুইড-কুল ইঞ্জিন, ওজন ১৩৭ কেজি, চাকার বেজ ১৩২৫ মিলিমিটার, ডুয়াল চ্যানেল এবিএস, ডাবল ডিস্ক ব্রেক, অল এলইডি লাইট...
অফিসারঃ আচ্ছা, আচ্ছা, বুঝছি।

স্বামীঃ বাইকে সিরামিক কোটিং করানো ছিল, মডিফাইড ফগ লাইট, স্টেইনলেস স্টিলের পা-দানি, ডাবল হাইড্রোলিক হর্ন...
(এ পর্যায়ে স্বামী ফুঁপিয়ে কান্না শুরু করলেন)।

অফিসারঃ স্যার, আপনি প্লিজ শান্ত হোন৷
আমরা আপনার বাইকটি অবশ্যই খুঁজে দিচ্ছি।

Monday 22 August 2022

বিশেষ বিশেষ ঘোষণা

খরগপুরে এক ট্রেন দুর্ঘটনায় ৫০ জনের মধ্যে ১ জন বেঁচে যায় সাংবাদিকঃ- আপনি খুব লাকি ছিলেন। তা দুর্ঘটনাটি হল কি ভাবে?

বিদ্যমানঃ- ভুল ঘোষণার জন্য..... ঘোষনা হয়েছিল যে ট্রেন প্লাটফর্মে আসছে, তাই সবাই রেললাইনে নেমে পরেছিল কিন্তু ট্রেন প্লাটফর্মে না এসে রেললাইনে এসেছিল...

সাংবাদিকঃ- আপনি চালাক তাই রেললাইনে নামেননি!

বিদ্যমানঃ না আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, তাই ঘোষনা শুনে প্লাটফর্মে শুয়ে পরেছিলাম। তাই বেঁচে গেলাম।

Saturday 20 August 2022

বাস্তবিকতা

এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন, যেখানে পুরো শহরটি ধার-দেনায় ডুবে ছিল। তো পর্যটক ভদ্রলোক ৫০০ টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেনঃ আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি। দেখি কামরা পছন্দ হয় কি না। 

হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়োলেন। তাকে ৫০০ টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিলেন। 

ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে। আর পৌঁছে ৫০০ টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন।

দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট। তাকে ৫০০ টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন।

গাইওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে। ৫০০ টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন। 

ঘাসওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন। হোটেলের মালিককে সেই ৫০০ টাকা দিয়ে তিনি হাঁফ ছাড়লেন। 

কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি ৫০০ টাকার নোটটি ফিরিয়ে নিয়ে বললেনঃ সরি, কোনো রুম পছন্দ হল না !

না কেউ কিছু নিল, না কেউ কিছু দিল। অথচ সবারই হিসাব চুকে গেল! 

গোলমালটা কোথায় ?

আসলে কোথাও কোনো গোলমাল নেই। 
সবারই ভুল ধারণা হল “টাকা আমার”। 
কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে খালি হাতে এসেছেন; খালি হাতেই ফিরে যেতে হবে।।

Friday 19 August 2022

বৃষ্টির দিনে মহিলাদের মুড

বড়লোক বাড়ির বউ : চলো আজ লংড্রাইভ করে আসি।।

মধ্যবিত্ত বাড়ির বউ : শোনো আজ চপ/পোকোড়া বানাচ্ছি, চায়ের সাথে জমিয়ে আড্ডা মারতে মারতে খাবো।।

আর এক আমার মত গরিবদের বৌ'রা : শোনো, এই দড়িটা এমাথা থেকে ও মাথা পযন্ত টাঙিয়ে দাওতো, কাপড় জামা শুকাতে হবে।।

🤣🤣🤣

বড়দের কৌতুক


            শিবনাথ শাস্ত্রী

পন্ডিত শিবনাথ শাস্ত্রী ছাত্রদের পড়াচ্ছেন। স্কুলে ড্রাম ভর্তি রসগোল্লা এসেছে। তখন শাস্ত্রী সাহেব বললেন, ”এই ড্রামের সব রসগোল্লা তোমাদের মধ্যে কে সাবাড় করতে পারবে?” তখন সবাই একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে লাগলো। হঠাৎ একজন শিক্ষার্থী চিৎকার করে বলল, ” স্যার, আমি পারব।” পরমুহূর্তেই চাপাস্বরে বলল, “তবে একদিনে নয়।” সেদিনের সেই ছাত্রটির নাম ছড়াকার সুকুমার রায়।
_________________________

              বিদ্যাসাগর

কবি মাইকেল মধুসূদন দত্ত যখন দারুণ অর্থকষ্টে ভুগছিলেন তখন বিদ্যাসাগর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। একদিন এক মাতাল বিদ্যাসাগরের কাছে এসে সাহায্য প্রার্থনা করলেন। বিদ্যাসাগরের সাফ সাফ জবাব তিনি কোন মাতালকে সাহায্য করবে রাজি নন। তখন ঐ মাতাল জানালো যে বিদ্যাসাগর তো মধুসূদনকে সাহায্য করেন ! কিন্তু মধুসূদনও তো মদ খান । তখন বিদ্যাসাগরের জবাব ছিল এমন, ”তুমি ওর মতো ‘মেঘনাদবধ’ কাব্য লিখে আনো। তোমাকেও সাহায্য করব।”
_________________________

         স্বামী বিবেকানন্দ

গোরক্ষিণী সভার সভাপতি গিরধারী লালের সাথে একবার স্বামী বিবেকানন্দের দেখা হলে স্বামীজী কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করেন,” আপনাদের সভার উদ্দেশ্য কী?” তিনি জানালেন গো- মাতাদের রক্ষা করাই তাদের ধর্ম। তখন স্বামীজি বললেন, ” আর মানুষ অনাহারে মরে গেলে তার মুখে অন্ন তুলে দেওয়া বুঝি আপনাদের ধর্ম নয়?”। তখন সভাপতি গিরধারী বললেন, ”কিন্তু শাস্ত্রে আছে গাভী তো আমাদের মাতা।” তখন বিবেকানন্দ ধমকের সুরে বললেন, ”গাভী যে আপনাদের মাতা তা বেশ বুঝতে পারছি। তা না হলে এমন সব ছেলে জন্মাবে কেন?”
_________________________

             বঙ্কিমচন্দ্র

ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরির জন্য বঙ্কিমচন্দ্রকে ভাইভা দিতে হল। তাঁকেও যথারীতি বাংলার উপরে পরীক্ষা দিতে হল তবে সেখানে পরীক্ষক একজন জাত ইংরেজ। প্রথমেই তিনি বঙ্কিমকে প্রশ্ন করলেন, “ওয়েল! বলতে পারো, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন বিপড অ্যান্ড আপড?” বঙ্কিম বাবু হেসে বলেছিলেন,” অবশ্যই, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। পদ্মায় একবার স্টিমারে করে যাচ্ছিলাম। হঠাৎ শুরু হল ঝড়। সেটা হল বিপদ। আর এই যে আজ আমাকে একজন বাঙালি হয়ে তোমার মত ইংরেজের কাছে বাংলা ভাষার পরীক্ষা দিতে হচ্ছে- এটা আপদ।”
_________________________

               শরৎচন্দ্র

শরৎবাবুর কাছে দুজন ব্যক্তি এসেছেন। তারা শরৎচন্দ্রের লেখার ভূয়সী প্রশংসা করলেন আর রবীন্দ্রনাথের লেখার সমালোচনা করলেন কারণ তা নাকি দুর্বোধ্য। তখন শরৎ বাবু বললেন, “আমি লিখি আপনাদের জন্য। আর রবিবাবু লেখেন আমাদের জন্য।"
_________________________

     রামকৃষ্ণ পরমহংসদেব

রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে ধর্মসভায় হেরে গিয়ে এক সাধু রাগ করে বললেন, ” আমি ত্রিশ বছর সাধনা করে এখন হেঁটে নদী পার হতে পারি। আপনি কী পারেন?” তখন রামকৃষ্ণ একটু হেসে বললেন, ” যেখানে এক পয়সা দিলেই মাঝি আমাকে নদী পার করে দেয় সেখানে এর জন্য ত্রিশ বছর নষ্ট করার পক্ষপাতী আমি নই।”

Wednesday 17 August 2022

মহিলার দল




একদিন মেয়ের স্কুলের সামনে গিয়ে দেখি আগের রোজকার মতোই এক দঙ্গল মহিলা বসে আছেন,

কিন্তু আজকে সবাই চুপ, কেউ কারো সাথে কথা বলছেনা...

অবাক লাগলো অন্যদিন কান পাতা যায়না

অথচ আজ এতো নীরবতা কিসের..... এক দল মহিলা চুপ করে আছে সেতো পৃথিবীর অষ্টম আশ্চর্য...

তাই সাহসে ভর করে মুখচেনা দেখে একজনকে জিজ্ঞেস করেই ফেললাম... আজ সবাই এতো চুপ কেন?? উনি বিরস মুখে উত্তর দিলেন.....

'আজ সবাই এসেছে'।।।

🤣🤣🤣

যমরাজ




যমরাজ : চল বেটা তোকে তুলতে এসেছি ! 
আমি : আমাকে তুলতে হবে না , আপনি আমার বউ কে সকাল সাতটায় তুলে দেবেন, চা করতে বড্ড দেরি করে নাহলে । 😃😃

স্বাধীনতা দিবসের কিছু অভিজ্ঞতা





পনেরই আগস্ট সকাল সকাল ফোনটা পেলাম ।
এক বন্ধু ফোন করেছে ।
ফোন তুলতেই বললো , "Happy Independence Day"
আমি বললাম, "আজ তো ছুটি। দশটার সময় পাড়ার চায়ের দোকানে আয়, গল্প করা যাবে ।
বন্ধু বললো , "আজ ছেড়ে দে। আজ বউয়ের ছুটি। সকালে আড্ডা দিতে গেলে ঘোর অশান্তি লাগবে !"
আমি আর পরাধীন বন্ধুকে স্বাধীনতার শুভেচ্ছা জানালাম না ।

রাস্তায় দেখা হলো শিবেন্দুর সাথে। সে বললো ,
"Happy Independence Day" 
আমি জিগেস করলাম , " কোথায় চললি?"
মুচকি হেসে বললো , " বসের বাড়ি "
আমি অবাক হয়ে বললাম ," আজ তো ছুটি'"
শিবন্দু বললো , "এই document ক্লায়েন্ট কে মেল করতে হবে । একবার দেখিয়ে সামনাসামনি এপ্রুভাল নিয়েনি। তাহলে আর ভুল হলে আমায় কিছু বলতে পারবেনা"
শিবেন্দুর মুখে চতুর হাসি !
নাঃ। পরাধীন শিবেন্দুকেও স্বাধীনতার শুভেচ্ছা জানানো গেলোনা ।

৩ 
আমার দূরসম্পর্কের ভাই স্বাস্থ্য সচেতন নীলু এসেছে বাড়িতে। মিষ্টি দেখে হাই হাই করে উঠলো। যেন বিষ দেয়া হয়েছে। আমি বললাম কি হলো ? 
নীলু বললো ,"মিষ্টিতে কত ক্যালোরি জানো? ওসব বর্জন করেছি। এখন স্রেফ boiled ফুড !"
যাবার আগে সেও বললো , "Happy Independence Day" আমি ওর ব্যাপারেও মৌনতা অবলম্বন করলাম ।

তখন বিকেল। পাশের বাড়ির মুন্নি দুলে দুলে ক্লাসের পড়া করছে । 
ওকে বললাম , " কিরে মুন্নি বিকেলে খেলতে যাবি না।?"
মুন্নি বললো ," কাল ক্লাস টেস্ট। নাম্বার কম হলে এবার আর ফার্স্ট হতে পারবোনা "
ওকে আর "Happy Independence Day" শেখালাম না।

রাতে বাড়ি ফিরছি । রাস্তার ধারে দেখলাম পাড়ার কালু জমাদারের বাচ্চা ছেলে মুড়ি খাচ্ছে । পাশে তার বোন। দুটোকে প্রায়ই দেখি। ভাই তার বোনকে মুড়িটা নিয়ে বলছে ," এই নে বিরিয়ানি। " অমনি মেয়েটা খপ করে মুড়ি তুলে খাচ্ছে আর দুজনে হেসে গড়িয়ে পড়ছে। আবার মুড়ির বাটি এগিয়ে বলছে , "এই নে চাউমিন " 
মেয়েটা আবার খানিকটা মুড়ি খাচ্ছে আর আবার হেসে গড়িয়ে পড়ছে । দেখে খুব মায়া হলো। এগিয়ে গিয়ে বললাম "চাউমিন খাবি ?"
মেয়েটা জ্বলজ্বল দৃষ্টিতে আমার দিকে তাকালো।
ভাইটা আমায় মুড়ির বাটি দেখিয়ে বললো , "এই তো খাচ্ছি ! "
আমি হেসে বললাম , " আরে সত্যিকারের চাউমিন; শিবুর দোকান খোলা আছে ।"

সেই দশ বছরের ছেলে আমার চোখে চোখ রেখে বললো , " বাবা বলে অন্যের ওপর নির্ভর না করতে। তাহলে নিজের স্বাধীনতা চলে যায় ! এই মুড়িটাই আমার চাউমিন । আমার বিরিয়ানি ! কারণ এটা আমার নিজের ।"
আমি একটু চুপ করে থাকলাম। তারপর ওর মাথায় হাত বুলিয়ে সারাদিনের জমানো শুভেচ্ছা একসাথে ওর কাছে উগরে দিয়ে বললাম , "Happy Independence Day, তোর মত এমন সুখে সুখী খুব কম আছে রে ।"

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

স্বর্গ ও নরক




এক বড় মাপের নেতার মৃত্যু হলে যমদূত তাকে 
নিয়ে যমরাজের কাছে হাজির হল।

তার সারা জীবনের ক্রিয়াকলাপ দেখে যমরাজ বলল, 
“তুমি মানব জীবনে কিছু পূন্যের কাজও করেছ। 
তাই তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে।

তুমি নিজেই ঠিক করে নাও স্বর্গে থাকবে না নরকে। 
আর এই জন্য আমার দূত তোমাকে একদিনের জন্য 
নরক এবং একদিনের জন্য স্বর্গে থাকার ব্যবস্থা করবে।

তারপর তুমি যেখানে থাকতে চাইবে সেখানেই তোমার 
ব্যবস্থা হবে”।

প্রথম দিন দূত তাকে নরকে রেখে এল। নেতা সেখানে 
দেখল সবুজ মাঠ, সুন্দর নদী, প্রচুর ফলের গাছ। 
তারপর দেখল এক মাঠে অনেক লোক।

কিছু ফুটবল খেলছে, কিছু ক্রিকেট খেলছে, 
কিছু মাঠে বসে গল্প করছে। সে এগিয়ে যেতেই 
দেখতে পেল তাদের অনেকই তার বিশেষ পরিচিত।

তারা সবাই এক এক করে এগিয়ে এসে আলিঙ্গন করল। 
তারপর সন্ধ্যা হতেই চিকেন, মটন আর তরল পদার্থ 
খেয়ে ঘুমিয়ে পরল।

পরদিন যমদূত তাকে স্বর্গে রেখে এল। 
সেখানে গিয়ে সে দেখল সুন্দর আকাশ, নদী, 
প্রচুর ফলের গাছ। চারিদিকে শুধুই শান্তি 
কোনও কোলাহল নেই।

আর এক মধুর সঙ্গীত সবসময় বাজছে। 
তারপর দেখতে পেল প্রচুর মানুষ চোখ বন্ধ 
করে ধ্যান করছে।

কেউ কারও সঙ্গে কথা বলছে না। সারাদিন 
নেতা চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল।

পরদিন দূত তাকে আবার যমরাজের কাছে 
নিয়ে গেল।

যমরাজ, “তুমি দুই লোকই ঘুরে দেখেছ। 
এখন তুমি নিজেই বল কোথায় থাকবে?”

নেতা, “নরকে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে। 
তাদের সঙ্গেই থাকতে চাই”।

এবার দূত নেতাকে নিয়ে নরকে গেল। 
আগের দিনের দেখা কোনও কিছুই নেই। 
শুধু মরুভূমী, ধূ ধূ প্রান্তর।

তাই নেতা দূতকে বলল, “সেদিনের দেখা জায়গা 
থেকে তো এটা একদমই বিপরীত!”

দূত, “প্রথম দুই দিন ছিল নির্বাচনের প্রচার। 
আর আজ তুমি ভোট দিয়েছ !!”………কেমন?.....

আধ্যাত্মিক দাম্পত্য




আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো?

ঠিক তখনই রান্নাঘর থেকে আওয়াজ এলো “এক নম্বরের অলস তুমি, না জানি কোন দুনিয়া থেকে এসেছো, আমার জীবন ধ্বংস করতেই এসেছো, যাও, চানে যাও”

না চাইতেই আমার চারটে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সম্পূর্ণ জ্ঞান প্রাপ্তি হল।।

🤣🤣🤣

Popular Posts