Saturday, 30 July 2022

অর্পিতার প্রশ্ন




হঠাৎ একদিন অর্পিতা এক সন্ন্যাসীর কাছে গিয়ে বলল "বাবা, আপনার কাছে আমার তিনটি প্রশ্ন আছে। অনুমতি দেন তো করে ফেলি?"

সন্ন্যাসী সম্মতি সূচক মাথা নাড়লেন এবং অর্পিতা একে একে তার তিনটি প্রশ্ন পেশ করল৷

১) একদিন যখন মরে যেতেই হবে, তখন সবাই চিরকাল বাঁচতে চায় কেন?

২) অর্থ ও সম্পত্তি মানুষ সঙ্গে নিয়ে যেতে পারে না, তাও সেগুলোকে কেন নিজের জীবন দিয়ে রক্ষা করে?

৩) মানুষ মানুষকে না ভালবেসে উল্টে শত্রুতা করে কেন?

সন্ন্যাসী মন দিয়ে তিনটি প্রশ্ন শুনলেন।

তারপর তিনি দেশলাই বাক্স থেকে তিনটি কাঠি বার করলেন।

দুটি কাঠি মাটিতে ছুড়ে ফেলে দিলেন ও তৃতীয় কাঠিটি লম্বালম্বি অর্দ্ধেক করলেন৷

একটি অংশ নিয়ে উপরের কালো বারুদটা ফেলে দিলেন ও নিচের দিকটা নখ দিয়ে খুঁটে আরো সূচালো করে নিলেন৷

তারপর সেই সরু কাঠিটা দিয়ে,

দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন,

"আমি জানি না।"

No comments:

Post a Comment

Popular Posts