Wednesday, 13 July 2022

T20 পরীক্ষা




*পরীক্ষা নিয়ে এক ছাত্রের অভিনব প্রস্তাব School Inspector কে*

Inspector - তোমাদের পড়াশুনো কেমন চলছে?

-ভাল Sir.

পড়াশুনোর মধ্যে কোনটা তোমাদের কাছে সবচাইতে interesting লাগে ?

- Games period Sir.

-Fine, আর কোনটা boring?

পরীক্ষাটা ব্যাপারটা Sir.

- Oh really! তাহলে তোমরা কেউ সাজেশন দাও কিভাবে পরীক্ষাটাকে interesting করা যায়।

ক্লাসের সবাই চুপ। শেষে বল্টু হাত তুলল।

- Yes, my boy. - স্যার, আমি বাংলায় বলতে পারি?

- বল, বল।

-স্যার, টোয়েন্টি টোয়েন্টি আসার পর ক্রিকেট যেমন ইন্টারেস্টিং হয়েছে পরীক্ষাটাকেও তেমন করা যায় না?

-বাঃ!! বল বল কি তোমার প্রস্তাব?

স্যার তাহলে শুনুন,

১. তিন ঘন্টার প্রথম পনের মিনিট আর পরে আরও পনের মিনিট পাওয়ার প্লে, তখন স্যারেরা ক্লাশের বাইরেই থাকবেন।

২. আর ওভার রেস্ট্রিকশন থাক - মানে, একজন স্যার চারবারের বেশি ছাত্রদের চেক করতে পারবেন না।

৩. যদিবা করে ফেলেন তাহলে ফ্রী হিট অর্থাৎ একটা চোতা তাঁকে সবাইকে ডিক্টেশন দিতে হবে।

৪. এছাড়া স্যার প্রতি ঘন্টার শেষে পাঁচ মিনিট করে স্ট্র্যাটেজিক টাইম আউট হবে, যখন ছাত্ররা নিজেরা প্রয়োজন মত আলোচনা করবে।

আর স্যার শেষ প্রস্তাব, এটা ভীষণই ইন্টারেস্টিং

৫. প্রতি ১০ মিনিট অন্তর পাশের গার্লস স্কুলের মিমি, ঝুমা, সায়ন্তনীরা পরীক্ষার হলে এসে চিয়ার লিডার সেজে নাচবে।

Inspector বর্তমানে চাকরি ছেড়ে দিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন..

No comments:

Post a Comment

Popular Posts