Saturday 16 April 2022

বাংলা আদ্যক্ষর




কোনও এক ইস্কুলের কর্তৃপক্ষের একদা মনে হয়েছিল, সমস্ত কাজ বাংলায় করতে হবে। এমনকি, রুটিনে মাস্টারমশাই, দিদিমণিদের নামের আদ্যাক্ষরও লেখা থাকবে বাংলাতে ।

ফল হলো মারাত্মক।

সুনীল রাহা 'সুরা' হয়ে নেশা বিলোতে লাগলেন; দুলাল ধর হলেন 'দুধ'। নিবেদিতা বসু কলমহীন 'নিব' হলেন; আভা মণ্ডল 'আম' হয়ে অস্বস্তিতে পড়লেন এবং ক্ষোভে ফেটে পড়লেন শান্তনু লাহা!

তবে, পিটি স্যরের চেয়ে বেশি উত্তেজিত কেউই নন। তাঁর বাবা ইতিহাসের ভক্ত ছিলেন। শখ করে ছেলের নাম রেখেছিলেন হুমায়ুন । সেই হুমায়ুন লোধ-এর উগ্র প্রতিবাদে সামিল হলেন প্রায় সব শিক্ষক শিক্ষিকা।

ফলে, রুটিনে আবার ইংরিজি ইনিশিয়াল ফিরে এলো।

তবে, ততদিনে যা হওয়ার হয়ে গেছে। পিটি-স্যার সর্বসম্মতিক্রমে 'হুলো স্যর'-এ রূপান্তরিত হয়েছেন।

No comments:

Post a Comment

Popular Posts