Thursday, 2 June 2022

ফরাসি প্রেম




মধ্যযুগে ফরাসি শহরে মহিলারা সকালে স্বামীর নাস্তায় হালকা বি**ষ মাখিয়ে দিতো, আবার রাতে বাড়ি ফিরলে ঔষুধ দেওয়া হতো৷ তাই এই বি**ষে মানুষের কোন ক্ষতি হতো না। কিন্তু কোনো পুরুষেরা অন্য কোথাও থাকার কারণে বাড়িতে আসতে যদি দেরি হতো তখন ঔষুধ দিতে লেট হলেই পুরুষদের মাথা ব্যথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, বিষণ্ণতা শুরু হতো।

যে মানুষটি বাড়ি থেকে যত দূরে ছিল, সে তত অসুস্থ হতো। সে সময় মহিলারা সন্দেহ করতো তাদের স্বামী বোধহয় প****কী**য়া করে৷

তারপর যখন তারা বাড়ি ফিরত, নিজের অজান্তেই তাদের স্ত্রী তাদের প্রতিষেধক দিয়ে দিত এবং কয়েক মিনিটের মধ্যেই তারা সুস্থ হয়ে যেত। বাট পুরুষরা এটা টের পেত না।

এই ভয়ানক কৌশলে পুরুষ প্রতারিত হয়েছিল, কারণ তারা কল্পনা করেছিল বাড়ি থেকে দূরে থাকলে তাদের কষ্ট ও বিষণ্নতার কারণ হবে, তাই তারা তাদের বাড়ি ও বউদের ছাড়া বেশি দূর কোথাও যেত না।

No comments:

Post a Comment

Popular Posts