Saturday 25 January 2020

ফেসবুক পোস্ট



ক্লাস চলছে বল্টু তার মধ্যে তার ফেসবুক এ্যাকাউন্ট খুলে পোস্ট করলো - এখন ক্লাস চলছে তার মধ্যে আমি ফেসবুক করছি।  
   সঙ্গে সঙ্গেই ক্লাসের টিচার (যিনি নিজেও ফেসবুক ঘাঁটছিলেন) বল্টুর পোস্টে কমেন্ট করলেন এখুনি ক্লাস থেকে বেড়িয়ে যাও। 
  এদিকে স্কুলের হেড মাষ্টার যিনিও নিজের অফিস ঘরে বসে ফেসবুক করছিলেন টিচার এর পোস্টে লাইক দিলেন। 
  বল্টুর বন্ধুরা যারা স্কুলে না এসে চা এর ঠেকে আড্ডা দিচ্ছিল তারা কমেন্ট দিল-চলে আয় ঠেকে আমরা সবাই তোর অপেক্ষায়। 
  এদিকে বল্টুর মা এতক্ষণ চুপচাপ বল্টুর কীর্তি কলাপ ফেসবুকে দেখেছিলেন তিনি কমেন্ট করলেন-বদমাশ ছেলে ক্লাস থেকে যখন তোকে বারই করে দিয়েছে তখন বাজার করে বাড়ি আয় তারপর তোর ব্যবস্থা করছি। 
  বল্টুর বাবা কমেন্ট করলেন - দেখ গিন্নি ছেলের কীর্তি কলাপ আজ বাড়ি ফিরুক এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। 
  এরমধ্যে বল্টুর গার্লফ্রেন্ড কমেন্ট করলো - মিথ্যুক কোথাকারের আমায় যে বললে ঠাকুমা মৃত্যু শয্যায় আই সি এউ তে ভর্তি তাই দেখা করতে আসতে পারবে না। 
এখানেই শেষ নয় এবারের কমেন্টটাই সব চাইতে মারাত্মক। ঠাকুমা কমেন্ট লিখলেন - হতভাগা ছেলে আমি বহাল তবিয়তে ঘরে আর তুই আমাকে মারতে চাইছিস আজ ঘরে আয় আজ তোকে পিটিয়ে আই সি ইউ তে ভর্তি করবো।
😂😂😂

No comments:

Post a Comment

Popular Posts