Sunday 12 January 2020

গন্ধ



বল্টুদাকে যেদিন পুলিশে ধরে থানায় নিয়ে গেলো, সেদিনও প্রচুর মদ গিলেছিল বল্টুদা। ওর হাঁটাচলা, কথাবার্তা, হাবভাব সবকিছুই অসংলগ্ন ঠেকছিল দারোগাবাবুর ।

অথচ বল্টু'দার মুখে মদের কোন গন্ধ নেই, ব্রেথ এনালাইজার মেশিনেও অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ছিলো না কোনমতেই।

কিন্তু দারোগাবাবুর দৃঢ় বিশ্বাস বল্টু মদ খেয়ে আছে।

অনেক চেষ্টার পরেও হতাশ দারোগাবাবু শেষমেশ বল্টু দা'কে ছেড়ে দিতে দিতে বললো, "দেখ ভাই, আমি জানি তুই মাল খেয়ে আছিস। কিন্তু আমরা প্রমাণ করতে ব্যর্থ।"

তারপর দারোগাবাবু বল্টুর হাতে ২০০০ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললো, "আসল রহস্যটা কি? এটা তো অন্তত বলে যা "।

যুদ্ধজয়ের হাসি হেসে বল্টুর জবাব, " স্যার আমি পাইপ লাগিয়ে পেছন দিক দিয়ে খেয়েছি। ধরা পরবে কিভাবে...?"

..."এইজন্য মুখ থেকে কোন গন্ধ নেই, আপনার মেশিন-ও ফেল "। 😁

থানা থেকে বেরোবার সময় গম্ভীর দারোগাসাহেব বল্টুকে আবার কাছে ডাকলেন, এবার ৫০০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন, "দেখ ভাই, এই কথাটা আর কাউকে কোনদিন বলিসনা "।

বল্টুদার এবার অবাক হওয়ার পালা।

কাঁচুমাচু মুখে তবুও বলেই ফেললো, "কিন্তু,, এই ব্যাপারটা কাউকে না জানালে আপনার কি লাভ স্যার? "

রাগতস্বরে এবার দারোগার জবাব,...
"শালা , মাতালদের শুধু মুখটাই শুঁকতে হয়েছে এতোদিন, এখন থেকে কি ....................

No comments:

Post a Comment

Popular Posts