Wednesday, 29 January 2020

বিক্রিওয়ালা



ভর দুপুরবেলা ..টেঁপি বৌদি সাংসারিক কাজে প্রচন্ড ব্যাস্ত । এক কাবাড়িওয়ালা এসে  ডাকাডাকি  করছে .."মা, ওমা ,  বাড়িতে পুরোনো ,অদরকারী, কোনো কাজে লাগেনা এরকম  জিনিসপত্র  আছে নাকি   ?"

টেঁপি বৌদির উত্তর  "অফিস গেছে ..রবিবার এসো।"

Saturday, 25 January 2020

ফেসবুক পোস্ট



ক্লাস চলছে বল্টু তার মধ্যে তার ফেসবুক এ্যাকাউন্ট খুলে পোস্ট করলো - এখন ক্লাস চলছে তার মধ্যে আমি ফেসবুক করছি।  
   সঙ্গে সঙ্গেই ক্লাসের টিচার (যিনি নিজেও ফেসবুক ঘাঁটছিলেন) বল্টুর পোস্টে কমেন্ট করলেন এখুনি ক্লাস থেকে বেড়িয়ে যাও। 
  এদিকে স্কুলের হেড মাষ্টার যিনিও নিজের অফিস ঘরে বসে ফেসবুক করছিলেন টিচার এর পোস্টে লাইক দিলেন। 
  বল্টুর বন্ধুরা যারা স্কুলে না এসে চা এর ঠেকে আড্ডা দিচ্ছিল তারা কমেন্ট দিল-চলে আয় ঠেকে আমরা সবাই তোর অপেক্ষায়। 
  এদিকে বল্টুর মা এতক্ষণ চুপচাপ বল্টুর কীর্তি কলাপ ফেসবুকে দেখেছিলেন তিনি কমেন্ট করলেন-বদমাশ ছেলে ক্লাস থেকে যখন তোকে বারই করে দিয়েছে তখন বাজার করে বাড়ি আয় তারপর তোর ব্যবস্থা করছি। 
  বল্টুর বাবা কমেন্ট করলেন - দেখ গিন্নি ছেলের কীর্তি কলাপ আজ বাড়ি ফিরুক এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। 
  এরমধ্যে বল্টুর গার্লফ্রেন্ড কমেন্ট করলো - মিথ্যুক কোথাকারের আমায় যে বললে ঠাকুমা মৃত্যু শয্যায় আই সি এউ তে ভর্তি তাই দেখা করতে আসতে পারবে না। 
এখানেই শেষ নয় এবারের কমেন্টটাই সব চাইতে মারাত্মক। ঠাকুমা কমেন্ট লিখলেন - হতভাগা ছেলে আমি বহাল তবিয়তে ঘরে আর তুই আমাকে মারতে চাইছিস আজ ঘরে আয় আজ তোকে পিটিয়ে আই সি ইউ তে ভর্তি করবো।
😂😂😂

Tuesday, 21 January 2020

পরম করুণাময়



একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিল। প্রায় শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোন জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব'রে।"
গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা! আমার আবার মালিক কে? আমি নিজেইতো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে, গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথা:- আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সে মালিক হল পরম করুণাময় সৃষ্টি কর্তা।

Sunday, 12 January 2020

মুরগি বারোভাতারি



# ডিম কত করে ..?😒
# সাত টাকা..😜
# কিন্তু পাশের একজন 5 টাকায় দিচ্ছে, 😲
# ওর মুরগি বারোভাতারি ..!😂

গন্ধ



বল্টুদাকে যেদিন পুলিশে ধরে থানায় নিয়ে গেলো, সেদিনও প্রচুর মদ গিলেছিল বল্টুদা। ওর হাঁটাচলা, কথাবার্তা, হাবভাব সবকিছুই অসংলগ্ন ঠেকছিল দারোগাবাবুর ।

অথচ বল্টু'দার মুখে মদের কোন গন্ধ নেই, ব্রেথ এনালাইজার মেশিনেও অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ছিলো না কোনমতেই।

কিন্তু দারোগাবাবুর দৃঢ় বিশ্বাস বল্টু মদ খেয়ে আছে।

অনেক চেষ্টার পরেও হতাশ দারোগাবাবু শেষমেশ বল্টু দা'কে ছেড়ে দিতে দিতে বললো, "দেখ ভাই, আমি জানি তুই মাল খেয়ে আছিস। কিন্তু আমরা প্রমাণ করতে ব্যর্থ।"

তারপর দারোগাবাবু বল্টুর হাতে ২০০০ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললো, "আসল রহস্যটা কি? এটা তো অন্তত বলে যা "।

যুদ্ধজয়ের হাসি হেসে বল্টুর জবাব, " স্যার আমি পাইপ লাগিয়ে পেছন দিক দিয়ে খেয়েছি। ধরা পরবে কিভাবে...?"

..."এইজন্য মুখ থেকে কোন গন্ধ নেই, আপনার মেশিন-ও ফেল "। 😁

থানা থেকে বেরোবার সময় গম্ভীর দারোগাসাহেব বল্টুকে আবার কাছে ডাকলেন, এবার ৫০০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন, "দেখ ভাই, এই কথাটা আর কাউকে কোনদিন বলিসনা "।

বল্টুদার এবার অবাক হওয়ার পালা।

কাঁচুমাচু মুখে তবুও বলেই ফেললো, "কিন্তু,, এই ব্যাপারটা কাউকে না জানালে আপনার কি লাভ স্যার? "

রাগতস্বরে এবার দারোগার জবাব,...
"শালা , মাতালদের শুধু মুখটাই শুঁকতে হয়েছে এতোদিন, এখন থেকে কি ....................

Friday, 10 January 2020

What is Love?



Question :- What is love and explain in details ?   ( 16 marks)

Answer:

🔸Arts Student.......
Answer: Love is life.

(marks :  5  out  of  16 )

🔸Law Student......
 Answer : Love is pain.

 ( marks : 5 out  of  16 )

🔸commerce  Student......
 Answer : Love is god

 ( marks : 5 out  of  16 )

Medical Student........
Answer :
.
.
.
.
.

- Definition:
A serious disorder of heart due to relationship between men & women that can cause death of 1 or both depending on the resistance associated

- TYPES:
1 sided & 2 sided

- AGE:
Usually occurs in teenages but nowdays can be found in any age

- SYMPTOMS:
Tension
Daydreaming
Insomnia
Phone Addiction

- DIAGNOSIS BY:
Diary
Photos
Mobile

- TREATMENT:
Anti-LOVE therapy by Father's Shoe
or
Mother's Sandal......

(marks  16    of  16 )

 Excellent !!

______________________

NOTE :- 
Don't ask Medical  students , 
They can stretch any thing for 16  marks ! 😂


😜😜😜😜😜😜😜😜

Send 2 all Doctor students..😂😂

Doctor rock!!  Others shocked😳😳

Popular Posts