অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন। প্রথম জন ভেতরে ঢুকলেন।
অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?
চাকুরি প্রার্থীঃ ট্রেনের জানালা খুলে দেবো।
অফিসারঃ বাহ, খুব ভালো। এখন বলুন,
জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?
চাকুরি প্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন।
এবার দ্বিতীয় জন ভিতরে ঢুকলেন।
অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ কোট খুলে দেবো।
অফিসারঃ তারপরেও গরম লাগলে কী করবেন?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জামা খুলে দেবো।
অফিসারঃ তারপরেও গরম লাগলে?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ প্যান্ট খুলে দেবো।
(বিরক্ত হয়ে) অফিসারঃ তারপরেও গরম লাগলে?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জাঙ্গিয়া খুলে দেবো।
(প্রচণ্ড রেগে গিয়ে) অফিসারঃ তারপরেও যদি গরম লাগে?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ স্যর, আমি গরমে মরে যাবো, কিন্তু কোনভাবেই ট্রেনের জানালা খুলবো না।
🤣🤣🤣🤣🤣
Monday, 27 May 2019
চাকুরির ইন্টারভিউ
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment