Wednesday, 2 May 2018

বাক্য সংকোচন

এক কথায় প্রকাশ করো ( *বাক্য সংকোচন :-* )

১)  যা বিনা পয়সায় পাওয়া যায় -
*উপদেশ*

২)  যা লাফিয়ে চলে - *লোকাল বাস*

৩)  চোখ থাকতে ও যিনি অন্ধ - *পুলিশ*।

৪)  যা অতি কষ্টে লাভ করা যায় - *ধারের টাকা*।

৫)  যা দমন করা যায় না - *দুর্নীতি*।

৬)  যা পূর্বে ছিল এখন নেই - *সততা*।

৭)  যার কোন শেষ নেই - *বাংলা সিরিয়াল*।

৮)  অসম্ভবকে সম্ভব করে যে - *নিউজ চ্যানেল* ।

৯) সর্বাপেক্ষা সুস্বাদু খাবার - *ঘুষ* ।

১০)  যা করতে গেলে ক্ষতি হয় - *প্রতিবাদ* ।

১১)  সব সহ্য করতে পারে যে - *জনগণ* ।

১2)  যা ক্রমশ বৃদ্ধি পায়- *দ্রব্য মূল্য* l

১৩)   যে মিথ্যে ভাল বলতে পারে - *নেতা*।

No comments:

Post a Comment

Popular Posts