1947এ স্বাধীনতার দলিলে সই ছিল ক্লিমেন্ট এটলীর, তখন তিনিই ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তারপর যথারীতি নেহেরু গদিতে, গান্ধীজী জাতির জনক।
গোটা বিশ্ব জেনে গেল চরকা কেটে, অহিংসাবাদে ভারত স্বাধীনতা পেল। ইতিহাস ওইভাবে রচিত হলো...আজও জনগণ সেটাই মনে করে।
এর প্রায় নয় বছর পর, 1956 এ ক্লিমেন্ট এটলী আবার একবার আসেন ভারতে।রাত্রিবাস করেন কোলকাতাতে, গেস্ট হাউসে, তৎকালীন গভর্নর স্যার পি. বি. চক্রবর্তীর আথিতেয়তায় ।
পি.বি.চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন, প্রায় দুশো বছর শাসন করার পর, এত চটজলদি সিদ্ধান্ত নিয়ে ভারতকে স্বাধীনতা দিল কেন তাঁর দেশ?
এটলী উত্তর দিয়েছিলেন : সুভাষচন্দ্র।
আজাদ হিন্দ বাহিনীর ঘটনার পর, ভারতের তৎকালীন স্থলবাহিনী, জলবাহিনীর সৈনিকেরা ততদিনে নব্বই শতাংশই বিদ্রোহী হয়ে গিয়েছিল মনে প্রাণে। এদের দিয়ে আর ভারতবর্ষ শাসন করা যেত না!
যেকোন মুহুর্তে শুরু হত বিদ্রোহ জানিয়েছিল ব্রিটিশ গুপ্তচর বিভাগ। আর যুদ্ধক্লান্ত ব্রিটিশদের সেটা সামাল দেওয়ার মত ক্ষমতা ছিল না।
পি.বি.চক্রবর্তী অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন : তাহলে গান্ধীজী? অহিংস আন্দোলনের প্রভাব?
ঘুম জড়ানো চোখে এটলী উত্তর দিয়েছিলেন :
"মি-নি-মা-ল"
"অতি সামান্য প্রভাব ছিল ওসবের"
Saturday, 20 April 2019
সুভাষচন্দ্র
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
সেদিন এক সরকারী অফিসে গিয়েছিলাম,গিয়ে দেখি প্রচন্ড বাওয়াল । এক ভদ্রলোক বলে চলেছেন আমার বা* টা কেটে খাঁড়া করে দিন। অফিসার রেগেমেগে বল্লেন কি...
-
শিক্ষক: মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে। ছাত্র: হা হা হা হি হি হি হি হি হি….. শিক্ষক: হাসির কি হলো? ছাত্র: স্যার এ...
-
প্রিয় শাশুড়ি মা, চিঠিটা আপনাকে না লিখে আপনার ছেলেকে লিখতে পারতাম। লিখলাম না কারণ যে অকালকুষ্মাণ্ডটাকে আপনি মার্কেটে নামিয়েছেন, সে হয়...
-
আমাদের পচাদা গেছে ডাক্তারের কাছে। গিয়ে বললো, "ডাক্তারবাবু, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধও হয় ন...
-
পরিক্ষাতে বল্টুকে লুঙ্গির রচনা লিখতে দেয়া হল। . . . রচনাঃ লুঙ্গি, মার্কসঃ ২০ সময়ঃ ১ ঘন্টা . জীবনের প্রথম যেদিন লুঙ্গী পরে ঘুমাতে...
-
কিছুদিন আগে শিবনাথ মদ খেয়ে ওষুধের দোকানে ঢুকেই চেঁচিয়ে বললো....এই আমাকে ৪ টে কনডোম দে। দোকানদার : দাদা একটু ভদ্রো ভাবে কথা বলুন..... শিব...
-
কুরুক্ষেত্রের যুদ্ধে দূর্যোধন ও তাঁর শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রী কৃষ্ণকে দায়ী করে...
-
প্রতিবেশীর বাড়িতে সত্যনারায়নের আরতি চলছিল I আরতি শেষে যখন দক্ষিণার থালা ভবেশবাবুর সামনে ধরা হয়েছিল, ভবেশবাবু তখন পেছনের পকেট থেকে একটা ...
-
শহিদ মহাশয়/মহাশয়া:- আগামি ১৪ই চোদনে ফাল্গুনে আমার চোদনের একমাত্র ফসল শ্রীমান চোদন লালের সহিত কোলকাতার,গাড়কাটা গ্রামের, বিচিকাটা পিতার,গুদকা...
No comments:
Post a Comment